বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের এক বিবৃতিতে বাংলাদেশি মোনাজ্জেমদের স্টিকার ভিসার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সউদী হজ মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, স্টিকার ভিসার পাসপোর্ট মোনাজ্জেমদের নিকট থাকার কারণে মোনাজ্জেমগণ যখন তখন মক্কা-মদিনা শরীফে যাতায়াত করতে পারতেন এবং আল্লাহর মেহমানগণ ঠিকমতো সেবা পেতেন। স্টিকার ভিসা না পেলে মোনাজ্জেমগণ হজ মৌসুমে সউদী আরবে হাজীদের প্রয়োজনীয় সেবা প্রদানে ক্ষেত্রে নানা বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, মোনাজ্জেমগণ ২০০১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত স্টিকার ভিসা পেয়ে আসছেন। হঠাৎ করে এ সিদ্ধান্ত নেয়ায় হজ এজেন্সীর মালিক তথা মোনাজ্জেমগণ বিরাট বিপদের সম্মুখীন হবেন। হজ এজেন্সীর মালিক তথা মোনাজ্জেমদেরও সাধারণ হাজীদের মতো থাকতে হবে এটা বড়ই দুঃখজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।