বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে বাদীসহ বাদীর পরিবারের সদস্যদের মিথ্যা মামলা জড়ানোসহ হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির পর বাদীর স্বামী মনির হোসেন নিজের এবং পরিবারে সদস্যদের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেন। এর আগে, ২০১৭ সালের ১৮ এপ্রিল মনির হোসেনের স্ত্রী সাবেক ইউপি সদস্য লাকি মনির বাদী হয়ে ৭ জনকে নামীয় আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
লাকি মনির জানান, তার বাড়ি কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায়। তিনি ওই ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তার স্বামী মনির হোসেন এক জন জমি ব্যবসায়ী। একই এলাকার হেলাল, অপু, লিটন, রবিন, শাহীন, আরিফ, আমানসহ ৩/৪ জনের একদল মনির হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গত ২০১৭ সালের ১৩ এপ্রিল বেলা ১১টার দিকে রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে মনির হোসেনকে কুপিয়ে জখম করে। এছাড়া পিটিয়ে পুরো শরীর থেতলে দেয়া হামলাকারীরা। ওই ঘটনায় লাকি মনির বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
ইদানিং আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালানোর কারনে আসামীরা পালিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে বাদীসহ পরিবারের সদস্যদের হত্যার পর শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে আসামীরা।
শুধু তাই নয়, মামলা তুলে না নিলে মিথ্যা ঘটনা সাজিয়ে মামলায় ফাঁসিয়ে দিবে বলেও হুমকি দিচ্ছে। পরে এ ঘটনায় লাকি মনিরের স্বামী মনির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। বাদীসহ বাদীর পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।