রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের চৌহুদি গ্রামের খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযুদ্ধা আলহাজ নাজিম উদ্দিন বীরপ্রতীক গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টায় ঢাকায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ২ কন্যা, আত্মীয়, গুণগ্রাহী ও রণাঙ্গনের সাথী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় নামাজের জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি পাকিস্তানি আর্মি থেকে পলায়ন করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ভারতে প্রশিক্ষণ করে মাস্টার ট্রেইনার হিসেবে বহুস্থানে মুক্তিযুদ্ধাদের প্রশিক্ষিত করেছিলেন। তাঁর যুদ্ধকালীন জীবনে বহু সাহসী অপারেশন রয়েছে। তাঁর জানাযায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ, উপজেলা চেয়ারম্যান নূরুল মিল্লাত, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ ইয়াসির মিয়া, জেলা কাউন্সিলর আলহাজ মো. জিল্লুর রহমান, অফিসার ইনচার্জ, কুলিয়ারচর ও উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।