রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি এলাকায় দু’পক্ষের গোলাগুলিতে ডাবলু মন্ডল (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছে। মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ১৫ মামলার আসামী ডাবলু কোটচাঁদপুর শহরের রেলগেট পাড়ার আফতাব মন্ডলের ছেলে। কোটচাঁদপুর থানার এসআই বিএম মতিয়ার রহমান জানান, গতকাল শুক্রবার ভোরের দিকে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ কাগমারি গ্রামের বাওড়ের ধারে পৌছায়। সেখানে গিয়ে ডাবলু মন্ডলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। নিজেদের মধ্যে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দের জের ধরে ডাবলু মন্ডল নিহত হয়েছে বলে এসআই মতিয়ার রহমান জানান। কোটচাঁদপুর থানার ওসি কাজী কামাল খবরের সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর গ্রাম থেকে গলাগাটা অবস্থায় উদ্ধারকৃত নূর ইসলামের লাশ শুক্রবার ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে কুপিয়ে ও গলাকেটে দুর্বৃত্তরা হত্যা করে। তিনি দখলপুর গ্রামের আকবর আলীর ছেলে। পান চুরি করা দেখে ফেলায় কে বা কারা তাকে হত্যা করেছে বলে হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।