Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সৈয়দপুরে দেড় টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ : মালিক উধাও

সৈয়দপুর (নীলফামারী) থেকে নজির হোসেন নজু | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:০৫ এএম

নীলফামারীর সৈয়দপুরে দেড় টন (৫০ বস্তা) মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। গতকাল শহরের কুন্দল এলাকায় নর্দান কোল্ড স্টোরের সামনে থেকে ওই খেজুর জব্দ করা হয়। জব্দ খেজুরের বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
জানা যায়, ৩০ কেজি ওজনের ৫০ বস্তা মেয়াদোর্ত্তীণ খেজুর নিয়ে একটি পিকআপ ভ্যান শহরের কুন্দল এলাকায় নর্দান কোল্ড স্টোরের সামনে অবস্থান করছিল। এ সময় প্রথমে ওই পিকআপটিকে আটক করেন এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া ও সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় সেখানে খেজুরের মালিকের সন্ধান করা হয়। কিন্তু খেজুর মালিকের কোন হদিস মিলেনি।
একটি সূত্র জানায়, খেজুরগুলো আটকের পর পরই মালিক সটকে পড়েন। এ অবস্থায় ৫০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জব্দকৃত খেজুরগুলো ধ্বংস করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া খেজুর জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ খেজুর ধ্বংস করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ