রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার নাঙ্গলকোটে ইলেকট্রিক মোটর চালিত ধান মাড়াই মেশিনে ইরিবোরো ধান ছাড়াতে গিয়ে মাদরাসা শিক্ষার্থী আনোয়ার হোসেনের (২২) করুণ মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার পেড়িয়া ইউনিয়নের চাঁনপদুয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। তিনি ওই ইউনিয়নের মগুয়া সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আবদুল হকের প্রথম সন্তান। আনোয়ার হোসেন চৌদ্দগ্রামের কাচারিপাড়া ফাজিল মাদরাসার ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেড়িয়া ইউনিয়নের চাঁনপদুয়া গ্রামের মাস্টার মাওলানা আবদুল হকের ছেলে আনোয়ার হোসেন ওইদিন রাতে ইলেকট্রিক মোটর চালিত ধান মাড়াই মেশিনে ইরি-বোরো ধান ছাড়াতে গিয়ে আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মূহুর্তের মধ্যে মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।