Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস ভৈরবে সাংবাদিক সমাবেশ

ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

 

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ভৈরবে সাংবাদিক সমাজের ব্যানারে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টায় শহরের ভৈরব বাজারস্থ বিএফএ মিলনাতয়নে আয়োজিত প্রতি সমাবেশে ৪ জন প্রবীণ সাংবাদিক মো. বশির আহমেদ, আব্দুল মতিন, অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু ও মো. শহীদুল্লাহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ভৈরব সাংবাদিক সমাজের আহবায়ক মো. আসাদুজ্জামান ফারুকে সভাপতিতে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে সম্মাণনা প্রাপ্ত প্রবীণ সাংবাদিক মো. বশির আহমেদ, আব্দুল মতিন, অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু ও মো. শহীদুল্লাহ তৎকালীন সময় ও বর্তমান সময়ের সাংবাদিকতা নিয়ে তাদের অভিমত ব্যক্ত করে বক্তব্য দেয়।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভৈরবের প্রথম দৈনিক গৃহকোণ পত্রিকার সম্পাদক এম এ লতিফ, ভৈরব প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম বাকি বিল্লাহ, ভৈরব সাংবাদিক সমাজের সদস্য সচিব ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সসম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, বাংলাভিশন ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রæব, এটিএন বাংলার প্রতিনিধি তুহিন মোল্লা, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি ওয়াহিদা আমিন পলি প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ