Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরায় দুই গৃহকর্মীর লাশ উদ্ধার মৃত্যু নিয়ে ধুম্রজাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ২:০১ এএম

রাজধানীর উত্তরায় জসিম উদ্দিন রোড এলাকার একটি বাসায় হালিমা (১৪) ও রুবি (১৭) নামে দুই গৃহকর্মীর মৃত্যু নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ওই বাসাটি থেকে পালাতে গিয়ে মৃত্যু হতে পারে তাদের। তবে, দু’জন একসঙ্গে কিভাবে পাশের ওই ছাদে পড়লো, নাকি কেউ তাদের ইচ্ছাকৃত ফেলে দিয়েছে অথবা তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে- এ ধরণের বিভিন্ন প্রশ্ন উকি দিচ্ছে জনমনে।
পুলিশ বলছে, ওই দুই গৃহকর্মী সাবলিলভাবে ব্যাগ নিয়ে ছাদে উঠছিলেন বলে সিসি ক্যামেরায় দেখা গেছে। কিন্তু কিভাবে তারা ওই ছাদে পড়ে গেলেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, এ ঘটনায় গত বুধবার মৃত হালিমার মা খাদিজা বেগম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। এর আগে, গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উত্তরা জসীমউদ্দীন সড়কের ৪০ নম্বর বাসার ছাদে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার সকালে পাশের একটি একতলা বাসার ছাদ থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, জসিম উদ্দিন রোডের ৪০ নম্বর বাসায় ৬ষ্ঠ তলায় গার্মেন্টস ব্যাবসায়ী মাজেদ সাহেবের বাসায় গৃহকর্মীর কাজ করতেন হালিমা ও রুবি। বুধবার ভোরের দিকে বাসার সিকিউরিটি গার্ডরা ওই বাসার পাশের একটি একতলা বাসার ছাদে তাদের পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, ওই বাসার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই দুই কিশোরী ব্যাগসহ বাসা থেকে বের হয়ে সাবলিলভাবে ছাদের দিকে যাচ্ছিলো। তারা ছাদ থেকে লাফিয়ে পড়েছিলো নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে তা বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। উঁচু থেকে পড়ার কারণে মেয়ে দুটির হাত ও পা ভেঙে গেছে। এছাড়াও তাদের শরীরে কয়েক জায়গায় ফ্র্যাকচার পাওয়া গেছে বলেও জানান তিনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ