বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশে ২০১৮ সালে সাংবাদিক, সামাজিক যোগাযোগ মাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী ও লেখকসহ মত প্রকাশের চর্চা করেন এমন লোকদের হত্যা, হুমকি ও পেশাগত কাজে বাধা দেয়ার প্রবণতা বেড়েছে। বেসরকারি সংস্থা আর্টিকেল নাইনটিনের ‘মত প্রকাশের স্বাধীনতা’ বিষয়ক বার্ষিক প্রতিবেদেন এ তথ্য উঠে এসেছে। ৩ মে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আর্টিকেল নাইনটিনের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা আর্টিকেল নাইনটিনের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে আর্টিকেল নাইনটিন মতপ্রকাশের অধিকার লঙ্ঘন সংক্রান্ত মোট ৪৬৩টি ঘটনা পর্যবেক্ষণ ও রেকর্ড করেছে। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। আর অধিকার লঙ্ঘনের ৫১ শতাংশ ঘটনাই ঘটেছে জাতীয় পর্যায়ে ঢাকায়। এছাড়া নারীকর্মীদের যৌন নিপীড়ন ও হয়রানির ঘটনার বেশিরভাগই তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট।
২০১৮ সালে মতপ্রকাশ সংশ্লিষ্ট ১৩১টি ঘটনায় আইনের অপব্যবহার করা হয়েছে। শুধু মতপ্রকাশজনিত কারণে ৩১টি মানহানির মামলা দায়েরের ঘটনা রেকর্ড করা হয়েছে। ৭১টি মামলা করা হয়েছে আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায়। ৯টি বেআইনি আটক ও জিজ্ঞাসাবাদের ঘটনাসহ ২০টি বিভিন্ন ধরনের হয়রানীমূলক মামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
২০১৮ সালে দুইজন সাংবাদিক হত্যাকাÐের শিকার হয়েছেন। ১৯ জন মতপ্রকাশকর্মী মারাত্মক ধরনের শারীরিক আঘাতের শিকার হয়েছেন এবং ১৫৬ জন এবং মতপ্রকাশ চর্চাকারী বিভিন্নভাবে শারীরিক আঘাতের শিকার হয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা আর্টিকেল নাইনটিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল মতপ্রকাশের অধিকার লঙ্ঘন সংক্রান্ত এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশে মতপ্রকাশ চর্চাকারীদের অবস্থা খুবই নাজুক। এক্ষেত্রে বাধা ও ভয়ভীতি প্রদর্শন আমাদের বুদ্ধি-ভিত্তিকচর্চার ক্ষেত্রকে অবদমিত করেছে। কেননা, এসব অনভিপ্রেত ঘটনা মানবাধিকারকর্মী, যোগাযোগকর্মী, লেখক, সাংবাদিক ও শিল্পী-সাহিত্যিকদের কণ্ঠরোধে অনুঘটক হিসেবে কাজ করেছে।
৩ মে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্টদের প্রতি মতপ্রকাশের চর্চা সংক্রান্ত এসব অপরাধের দ্রæত বিচার নিশ্চিত করার আহŸান জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।