Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নুসরাত হত্যাকান্ড পাঁচ আসামীর বিভিন্ন মেয়াদে রিমান্ড

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৪:৪০ পিএম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার পাঁচ আসামীকে আজ বৃহস্পতিবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসেনের আদালতে তাদের হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম জানান, আসামি ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন ও মহিউদ্দিন শাকিলকে আদালতে হাজির করে নুসরাত হত্যার ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে সাত দিন করে রিমান্ড আবদন জানানো হয়। আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শাহাদাত হোসেন শামীম ও সাখাওয়াত হোসেন জাবেদকে আদালতে হাজির করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ