Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিভা গাঙ্গুলীকে প্রতিমন্ত্রী শাহরিয়ার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ-ভারত
সম্পর্ক এখন গভীরতর
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক গভীরতর হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। গতকাল মঙ্গলবার ভারতের নবনিযুক্ত হাইকমিশনার রিভা গাঙ্গুলী সচিবালয়ে তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করার পর তিনি তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলেচনায় বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনার আলোকে দুদেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ এবং যাতায়াত বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া রেল ও নৌপথে আরো যোগাযোগ বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।
বৈঠকে তারা দু’দেশের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ আমদানি-রফতানির বিষয়েও আলোচনা করেন এবং আগামীতে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীরতর হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতীয় নতুন হাইকমিশনারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ