Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরশাদের বনানী কার্যালয় থেকে ৪৩ লাখ টাকা চুরি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১২:০৪ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বনানী কার্যালয়ের তালা ভেঙে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরা। সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে চুরি করে বলে ধারণা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হোসেনের রুমে থাকা সিন্দুক ভেঙে ৪৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কার্যালয়ে টাকা থাকার বিষয়ে তিনি বলেন, সোমবার ব্যাংক থেকে টাকা তুলে আনা হয়েছিল। এ টাকা স্টাফদের বেতনসহ কার্যালয়ের বিভিন্ন কাজের জন্য রাখা ছিল। এছাড়া দলীয় প্রধান এরশাদের রংপুরের বাড়ি তৈরির কাজে কিছু টাকা ব্যয় করার কথা ছিল। সকালে কিছু টাকা নিয়ে রংপুর যাওয়ার কথা ছিল। দুর্বৃত্তরা আরও তিনটি রুমের তালাও ভেঙ্গেছে।

দুপুরে ওই ভবনে গিয়ে দেখা যায়, নিচতলায় জাহাঙ্গীরের কক্ষের পাশাপাশি মহাসচিব মসিউর রহমান রাঁঙ্গা এবং দলের প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতারের কক্ষের সব লকার ও সিন্দুক ভাঙচুর করা হয়েছে। এই তিনটি কক্ষেই টাকা ছিল, তবে সবচেয়ে বেশি টাকা এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীরের কক্ষে ছিল বলে জানান রাঙ্গাঁ। তবে কার কক্ষে কত টাকা ছিল, তা স্পষ্ট করেননি জাতীয় পার্টির নেতারা। এ ঘটনায় মামলা দায়েরের চিন্তা চলছে বলেও রাঁঙ্গা জানান। রাঁঙ্গা আরও বলেন, ঘটনার পর গুলশান থানা পুলিশ বিষয়টি প্রাথমিকভাবে তদন্ত করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চুরির ঘটনা তদন্তে হাত দিয়েছে। পুলিশ জানিয়েছে, ভবনে সিসি ক্যামেরা থাকলেও তা বিকল ছিল। তবে অফিসের সামনে অনেক সিসি ক্যামেরা আছে। চুরি কারা করেছে, তা সহজেই ধরা যাবে বলে ধারণা। বনানী থানার এসআই মোকলেসুর রহমান বলেন, মঙ্গলবার সকালে মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা প্রাথমিক একটি তদন্ত করছি। এ ঘটনায় ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা চার নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বনানীর ১৭/এ সড়কের ৭৫ নম্বর তিনতলা ‘রজনীগন্ধা’ বাড়িটি জাতীয় পার্টির কার্যালয়। নব্বইয়ের দশক থেকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার ও এখানে অফিস করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ