প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৮-২০১৯ সালের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন কমিটির চার সদস্য মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম ও ড. মতিন রহমান। গতকাল তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বরারবর লিখিত এক চিঠিতে তারা স্বাক্ষর করে এ পদত্যাগ পত্র তথ্য সচিবের কাছে জমা দেন। পদত্যাগ পত্রে উল্লেখিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উল্লেখ করেন, তথ্য মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি ২০১৮-১৯ সালের চলচ্চিত্র অনুদান কমিটি গত ৭ এপ্রিল ২০১৯ তারিখে আপনার সভাপতিত্বে ও সচিব মহোদয়ের উপস্থিতিতে ২০১৮-১৯ সালের জন্য গঠিত চলচ্চিত্র অনুদান কমিটির সভায় ২টি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ও একটি শিশুতোষসহ ৫টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রকে অনুদান প্রদানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে, অনুদান কমিটির সদস্যদের সাথে কোনরকম আলাচেনা না করে স¤পূর্ণভাবে মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তে সেই সভার সিদ্ধান্তকে পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিনয়ের সাথে জানাতে চাই যে, অনুদান কমিটির সদস্য হিসেবে আমাদের এর আগেও কাজ করার সুযাগে হয়েছে, কিন্তু এ ধরণের দুঃখজনক অভিজ্ঞতা আর কখনো হয়নি। এমতাবস্থায় অনুদান কমিটির সদস্য হিসেবে থাকা আমাদের জন্য সম্মানজনক ও যুক্তিযুক্ত মনে না হওয়ায় আমরা চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। অতএব, এই পত্রটিকে আমাদের পদত্যাগপত্র হিসেবে গণ্য করে তা অবিলম্বে কার্যকর করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।