প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশে প্রথমবারের মতো ‘নিপীড়ন বিরোধী’ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। ৩ মে সকালে এফডিসিতে এই প্রতিযোগিতার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে বাছাইকৃত কলেজ, বিশ^বিদ্যালয় এবং মাদ্রাসা পর্যায়ের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার স্লোগান ‘সাহসিকা নুসরাত, তুমিই যুক্তি তুমিই প্রতিবাদ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয়স্থান অধিকারী দলকে নগদ দুই লক্ষ, এক লক্ষ ও ৫০ হাজার টাকাসহ ট্রফি, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে। প্রতিযোগিতার আয়োজন নিয়ে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। সংবাদ সম্মেলনে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতার পর্বগুলো প্রতি শুক্রবার সকাল ১১ টায় ও শনিবার মধ্যরাতে এটিএন বাংলায় প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।