Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরছে প্রসেনজিৎ-অর্পিতা জুটি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১২:০৫ এএম

পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা পাল বাস্তবে স্বামী-স্ত্রী। শেষবার তাদের জুটি হয়ে বড় পর্দায় দেখা গেছে ২০১৪তে। পরিচালক রাজা চন্দের ‘ফোর্স’ ফিল্মে একসঙ্গে কাজ করেছেন তারা। আবার এই জুটি ফিরছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। তবে কোনও চলচ্চিত্রে নয়, টেলিভিশন সিরিজেও নয়। প্রসেনজিৎ-অর্পিতা জুটিকে দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। প্রায় পাঁচ বছর পর একসঙ্গে আসছেন তারা। তবে ঠিক কোন কোম্পানির বিজ্ঞাপনে তা জানা যায়নি। এই কয়েকদিন আগে শুটিং। এমনকি শোনা যাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সৌজন্যেই নাকি বড়পর্দায় ফের একবার আসবে এই জুটি। কৌশিকের সঙ্গে ‘দৃষ্টিকোণ’, ‘কিশোর কুমার জুনিয়র’, ‘জ্যেষ্ঠপুত্র’- পরপর তিনটি ফিল্মে কাজ করেছেন প্রসেনজিৎ। পাশাপাশি প্রসেনজিৎ সৃজিতের ‘গুমনামী’ ও ‘কাকাবাবু’ সিরিজ নিয়ে ব্যস্ত আছেন। অর্পিতা হাতে রয়েছে অনিকেত চট্টোপাধ্যায়ের ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ এবং লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ‘সাঁঝবাতি’। মাঝখানে এই জুটির মধ্যে মনোমালিন্যের খবর শোনা গেলেও এখন তা গুজব বলেই মনে হচ্ছে। প্রসেনজিৎ-অর্পিতা ও তাদের একমাত্র ছেলে একসঙ্গে অবকাশ যাপনও করেছেন। স¤প্রতি প্রসেনজিতের ‘জ্যেষ্ঠপুত্র’ মুক্তি পেয়েছে, আয় আর প্রশংসায় ফিল্মটি শীর্ষে আছে। লোকসভা নির্বাচনের কারণে অর্পিতার ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’-র কাজ আপাতত স্থগিত; এতে অর্পিতাকে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ