বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণে দু’জন ট্রাফিক ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) এবং কমিউনিটি পুলিশ সদস্য মো: আশিক (২৬)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি ট্রাফিক) বজলুর রহমান জানান, সন্ধ্যার পর গুলিস্তানের ডন প্লাজার সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় কে বা কারা একটি ককটেল ছুড়ে মারে। এতে ওই তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের প্রথমে কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতাল রাজারবাগে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডামেক) পাঠানো হয়। তারা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ককটেল বিস্ফোরণের সময় কয়েক মিনিটের জন্য এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিল না বলে অনেকে জানান। বর্তমানে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল ঘিরে রেখেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।