Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাল্যবিয়ের অপরাধে পুরহিতসহ ৪ জনের সাজা

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বাল্যবিয়ের অপরাধে পুরহিতসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন মাগুরায় ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বেলা ১১ টায় মাগুরা সদর উপজেলা অফিস চত্বরে বর সুব্রত সরকার কে ৭ দিন, ভগ্নিপতি বাসুদেব সরকার কে ৫ দিন, কনের দাদা কিরন কর্মকারকে ৫ দিন ও পুরহিত বিকাশ চৌধুরিকে ৩ দিনের সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান। বাল্যবিয়ে নিরোধ আইনের ১৭ ধারায় এই শাস্তি দেন একই সাথে ব্যাপটিচার্চ নামক একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে কন্যার বয়স ১৮ না হওয়া পর্যন্ত দেখাশুনার দায়িত্ব দেন। মাগুরা সদর উপজেলার পাটকেল বাড়ি গ্রামের নারায়ন কর্মকারের কিশোরী কন্যাকে ফরিদপুর সদর উপজেলার চন্ডিপুর গ্রামের পরিতোষ সরকারের ছেলে সুব্রত সরকারের সাথে গত রবিবার দিবাগত রাতে বিবাহ দেয়। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ রাত ১ টার দিকে বরসহ সকলকে আটক করে নিয়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ