বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের (বিএসবিডবিøউডবিøউএফ) শ্রমিকরা বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকার রোববার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল আলম ফারুক। এসময় বক্তারা বলেন, নির্মাণ সেক্টরের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এ সেক্টরে হতাহতের পরিমাণ বেশি। ত্রুটিপূর্ণ শ্রম আইন এবং যতোটুকু আছে তার সঠিক বাস্তবায়ন না থাকায় এ শ্রমিকরা ক্ষতিপূরণ পায় না। তারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের নিয়োগপত্র, কাজের নিশ্চয়তা, কর্মঘণ্টা, ছুটি, বোনাস, পেনশন ভাতা, জীবন বীমা প্রণয়নের দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- ইনসাফের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণি, কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়েজ, নুরল হক, তাসলিমা বেগম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।