Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে নিয়ম না মেনে তৈরি হচ্ছে বহুতল ভবন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

ঢাকার সাভারে পৌরসভার প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণ না করায় নবনির্মিত বহুতল ভবনের কাজ বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
জানা গেছে, সাভার বাজার বাসস্ট্যান্ডে ১৮ শতাংশ জমির উপর ১০তলা ভবন তৈরীর জন্য পৌরসভা থেকে অনুমোদন (প্লান) পান মো. সৈয়দ আলী।
কিন্তু বহুতল এ ভবনটি নির্মাণে শুরু থেকে মানা হচ্ছে না বিল্ডিং কোড। তারা নিয়মের কোন তোয়াক্কা না করেই নিজেদের মনমতো করে তৈরী করছেন বহুতল এ ভবনটি। পরে প্রতিবেশী বাড়ির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেন এবং কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেন।
সাভার পৌর সভার সহকারী প্রকৌশলী মো. আলম মিয়া জানান, মৌখিক ভাবে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তবুও গতকাল লিখিতভাবে ভবন মালিককে নোটিশ করা হবে।
তিনি বলেন, পৌরসভার প্লান অনুযায়ী বাড়ির সামনে সড়ক ২০ ফুট থাকতে হবে। এছাড়া চতুর পাশে ৩ফিট করে ছেড়ে ভবন তৈরীর নিয়ম রয়েছে। কিন্তু এই ভবন মালিক তা করেনি। তিনি পাশের ভবনের সাথে লাগিয়ে ছাদ ঢালাই দিয়েছেন। সড়কের ২০ ফুটের জায়গায় রয়েছে ১৪ ফুট।
ভবন মালিক সৈয়দ আলীর ছেলে তারেক আহমেদ দাবী করেন, তারা ইঞ্জিনিয়ারের করে দেয়া ওয়ার্ক প্লান অনুযায়ী ভবন তৈরী করছেন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটিন আহম্মেদ বলেন, বহুতল ভবনের ক্ষেত্রে প্লান পাশ করতে ফায়ার সার্ভিসের ছাড়পত্র লাগে। এজন্য ভবনের সামনে সড়কটি ৩০ ফুট প্রস্থ হতে হবে।
তিনি বলেন, কিভাবে এ ভবনের ছাড়পত্র পেল নাকি নকল ছাড়পত্র দাখিল করেছে তা তদন্ত করে দেখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ