Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি চার বছর না থাকলে পিডি নয় : মৎস্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

মৎস্য প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই প্র্রকল্প পরিচালক (পিডি) অবসরে যাওয়া এবং অসময়ে অনভিজ্ঞ নতুন পিডি নিয়োগে চলমান কাজে মারাত্মক ক্ষতি হয়। তাই চাকরি অন্তত চার বছর আছে এমন অফিসারদেরই পিডি হিসেবে নিয়োগ দিতে হবে। যাতে করে সফলভাবে প্রকল্পের কাজ শেষ করতে পারেন। চাকরি চার বছর নাই এমন কর্মকর্তাদের প্রকল্পের পরিচালক করা যাবে না। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হবে না জেনে সভায় ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাণিসম্পদ খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির গত ৯ মাসের কাজের পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়ে পিছিয়ে পড়া প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে প্রকল্প পরিচালকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যেনতেন রকম রিপোর্ট নয় বরং এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) সভায় কাজের অগ্রগতির বাস্তবসম্মত ফলাফল নিয়ে আসতে হবেভ তিনি মন্ত্রণালয়ের গতিশীলতা বাড়ানোসহ প্রকল্পের কাজের যথাযথ মান রক্ষায় তদারকি বাড়ানোরও আহ্বান জানান। অনেক প্রকল্পের কাজ নির্ধারিত মেয়াদে শেষ হবে না জেনে তিনি সভায় ক্ষোভ প্রকাশ করেন।
চলতি ২০১৮-১৯ অর্থবছরে প্রাণিসম্পদ খাতের ২৪টি প্রকল্পে বরাদ্দকৃত ৩৬৩ কোটি দুই লাখ টাকার মধ্যে জুলাই-২০১৮ থেকে মার্চ-২০১৯ পর্যন্ত ৯ মাসে মোট ব্যয় হয়েছে ১৮৪ কোটি ৮৫ লাখ টাকা যার বাস্তবায়নের হার প্রায় ৫১ শতাংশ। গত ২০১৭-১৮ অর্থবছরে ২২টি প্রকল্পে বরাদ্দ ছিল ৪১৭ কোটি ২২ লাখ টাকা এবং একই সময়ে ব্যয় হয়েছিল ২২২ কোটি ৭০ লাখ টাকা। মন্ত্রণালয়ের ৩টি সংস্থা প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ করছে। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদফতর ৩৩২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ১৭টি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ২৮ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৬টি এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল দু’কোটি টাকা ব্যয়ে ১টি প্রকল্প বাস্তবায়নের কাজ করে যাচ্ছে।
জাতীয় গড় অগ্রগতি হার ৪৭ দশমিক ২৪ শতাংশের নিচে রয়েছে এমন প্রকল্পগুলোর মধ্যে প্রাণিসম্পদ অধিদফতরের ৯টি, বাংলাদেশ প্রাণিসসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ২টি এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের একটি রয়েছে। প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবোল বস মনি, প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি হীরেশ রঞ্জন ভৌমিক, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ডিজি নাথুরাম সরকার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্পের পিডিরা উপস্থিত ছিলেন।
#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ