Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে বড় ভাইয়ের হাতে খুন

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম


 তুচ্ছ ঘটনা কেন্দ্র করে যশোরের মণিরামপুরে বড় ভাইয়ের হাতে কৃষক খুন হয়েছেন। নিহত যাদব সেন উপজেলার প্রতাপকাঠি গ্রামের মৃত সুরেন সেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলা ঢাকুরিয়া প্রতাপকাটি গ্রামের দাসপাড়া মোড়ে আপন চার ভাই মিলে একটি সেচ পাম্প স্থাপন করেন। চুক্তি ছিল প্রত্যেক ভাই এক বছর করে ব্যবহার করবেন। চলতি মৌসুমে সেচযন্ত্রটি ব্যবহার করেন যাদবের ভাই মদন।
রোববার সকালে যাদব সেচযন্ত্রটি খুলে নিজ দায়িত্বে রাখতে গেলে কথাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই মদন ছোট ভাই যাদবকে বেধড়ক লাঠিপেটা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মণিরামপুর থানার ওসি এস এম এনামুল হক বলেন, নিহতের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। মামলা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ