Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামায়াতের নতুন রাজনৈতিক মঞ্চ

সতর্ক থাকার আহবান ১৪ দলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

জামায়াতে ইসলামীর সংস্কারপন্থি নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক মঞ্চকে নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের এক দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন দল গঠনের উদ্যোগে শনিবার ‘জনআকাক্সক্ষার বাংলাদেশ’ নামে একটি মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। তাদের নিয়ে সাংবাদিকদের প্রশ্নে নাসিম বলেন, তাদের নতুন যে মঞ্চ গঠিত হয়েছে সেটা আমরা দেখেছি। এই নতুন মঞ্চের নেতৃত্বে শিবিরের প্রাক্তন নেতারা। শিবিরের ইতিহাস খারাপ ইতিহাস, ঘৃণ্য-জঘন্য ইতিহাস। আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা ১৪ দলের পক্ষ থেকে বলতে চাই, দেশের সকল মানুষকে এদের এই মঞ্চ থেকে সতর্ক থাকতে হবে। আমি আইন-শৃঙ্খলা বাহিনীকে বলব, আপনারা এদের নজরে রাখুন, সতর্ক থাকুন। নাসিমের সভাপতিত্বে ১৪ দলের এই বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ জোটের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামায়াত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ