Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে ২৮ দিনে ২৮ মামলা গ্রেফতার ৪০

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকার ধামরাইয়ে চলতি মাসে ২৮ দিনে ২৮টি মাদক সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা হয়েছে থানায়। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ মাদকদের সাথে সংশ্লিষ্ট ৪০ জনকে ইতোমধ্যেই পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন। এরমধ্যে কয়েকজন চিহ্নিত মাদক বিক্রেতাও রয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ধামরাইয়ে মাদক নির্মূলে যথাসাধ্য কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। বিশেষ করে নতুন মুখ এবং বিভিন্ন নতুন পন্থায় মাদক বিক্রি ও ক্রয়ের সাথে জড়িত হচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। তার কারন ভবিষ্যতে যেন কোন মাদক সেবনকারী ও বিক্রেতা গজিয়ে উঠতে না পারে। তারজন্য ধামরাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ও সি আরো বলেন, এ সমাজে সংঘঠিত অপরাধের ৮০ভাগ অপরাধীই মাদকের সাথে সম্পৃক্ত। যারা মাদক সেবন ও বিক্রি করে তারা সমাজ ও দেশের শত্রু। তাই মাদক সেবনকারী ও বিক্রেতাকে নির্মূল করতে যা যা করার দরকার তাই করবো। তিনি আরো বলেন মাদক মুক্ত করতে থানা পুলিশ সবসময়ই প্রস্তুত থাকবে।
মাদক সেবন এমনকি বিক্রয়কারীর সম্পর্কে কেউ তথ্য দিলে তা গোপন রেখে ১৫মিনিটের মধ্যে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যাবে এবং অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান বলেন, ধামরাইয়ে মাদক নির্মূলসহ শূণ্যের কুঠায় নামিয়ে আনার জন্য থানা পুলিশের অভিযান অব্যাহতভাবে চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ