রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদীর ভাঙনের কবল থেকে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় রক্ষা ও রাজাপুরকে পৌরসভায় রূপান্তরসহ তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। রাজাপুরের সর্বস্তরের জনগন ব্যানারে মানববন্ধনে বিভিন শ্রেণি-পেশার মানুষ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাান্ডার শাহ আলম নান্নু, উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব রুবেল ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মো. জালাল আহমেদ।
বক্তারা রাজাপুরকে পৌরসভায় রূপান্তর, নদী ভাঙনের কবল থেকে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাজার ও লঞ্চঘাট রক্ষা ও উপজেলা সদরে আধুনিক ইকোপার্ক নির্মাণের তিন দফা দাবি জানান। অবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।