Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নত শিক্ষার মাধ্যমে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে

পটিয়ায় বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে হুইপ সামশুল হক

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম, পি বলেছেন সুশিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। উন্নত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি গতকাল পটিয়া শাহ্্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী ও ৪লা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন।
প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদ্্যাপন পরিষদের আহবায়ক মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল আলীম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল হক তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ. ম. ম. টিপু সুলতান চৌধুরী, বিওসি রোড ফাইভ স্টার ক্লাবের সভাপতি যুবলীগ নেতা এম.এন.এ. নাছির, উদযাপন পরিষদের সদস্য সচিব মঞ্জুরুল আলম চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পরিচালনা পরিষদের সভাপতি আবুল কাসেম তালুকদার, ফাইভ স্টার ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঝন্টু, ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উৎসবের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক এস. এম. এ. কে. জাহাঙ্গীর প্রমুখ।



 

Show all comments
  • ash ২৯ এপ্রিল, ২০১৯, ৮:৫৬ এএম says : 0
    SHETA KI VABE HOY???? AGE GOBESHONA KORTE HOBE NA ??? KI VABE SHIKHA KHAT COLBE?? TARPORE EVERY 3-6 MASH POR POR CHANGE KORTE HOBE KOTOO KAJ BAKI !! TASARA SATRO SATRI DER MATHA TA GHOL O TO KORTE HOBE, TAI NA??? JEVABE AGER SHIKHA MONTRI SATRO -SATRIDER NIE KOTO NA GOBESHONA KORLLO !! SHOB BEKKKOL ER ADDA !!SINGAPURE ER SHIKHA KHAT KE KNEO FLOW KORA HOY NA ?? ATO GOBESHONA KORAR KI ASE ?? SHIKHA KHAT, PUJI BAJAR R O ONNANO KHAT KE WNNOTO KORTE SINGAPUR KE FLOW KORA HOY NA KENO ???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ