Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় শিক্ষিকার পিটুনিতে স্কুলছাত্রী হাসপাতালে

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কেএম লতিফ ইনস্টিটিউশনের ১০ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মিমি (১৫) কে ক্লাশে বেধরক পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠিয়েছে শ্রেণী শিক্ষক উষা রানী। গত শনিবার ক্লাশ চলাকালে শিক্ষার্থীর ওপর এ মারধরের ঘটনা ঘটে। আহত মিমি উপজেলার সবুজনগর গ্রামের সৌদি প্রবাসী শাহ আলম শরীফের মেয়ে। আহত ও পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাশ চলাকালীন সময়ে সহপাঠী শিক্ষার্থীদের সাথে পানি পান করতে যায়। পানি পান শেষে শ্রেণীকক্ষে ঢোকার সাথে সাথে ওই শিক্ষিকা মিমিকে কালো কুৎসিত বলে অশালীন গালমন্দ করে। অহেতুক গালমন্দের প্রতিবাদ করলে শিক্ষিকা মিমির মাথা নিচু করে ডাস্টার দিয়ে এলোপাথারি পিটায়ে আহত করে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষিকা উষা রানীর সাথে যোগাযোগ করলে, মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ক্লাশ চলাকালীন সময় ওই ছাত্রী তাকে না বলে বাইরে যাওয়ায় তাকে পড়াশুনা করে মানুষ হওয়ার উপদেশ দেই।
ওই শিক্ষার্থীর মামা আবু বক্কর সিদ্দিক বাদল জানান, তার ভাগ্নিকে অশালীন কথা বলে ছাত্রীদের উপস্থিতিতে বেধরক মারধর করায় সে আহত হয়েছে। তিনি আরও জানান যে, বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি তার সাথে রূঢ় আচরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান তার বিরুদ্ধে খারাপ আচারণের অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযুক্ত শিক্ষিকাকে কারন দর্শানোর নোটিস দেয়া হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


মৎস্যজীবীদের বিক্ষোভ ও মানববন্ধন
জেলেদের উপর আরোপিত ৬৫ দিনের অবরোধ তুলে নেয়ার দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলে-ট্রলার মালিকরা গতকাল রোববার সকালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তুষখালী মৎস্যজীবী সমিতির ব্যানারে মঠবাড়িয়া পৌর শহরের পাথরঘাটা বাস স্ট্যান্ড সড়কে কয়েক’শ জেলে ও ট্রলার মালিক ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশে নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন তুষখালী ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. ছগির মিয়া, সাধারণ সম্পাদক একরাম হাওলাদার, ট্রলার মালিক জয়নাল আবেদীন খান ও হালিম পেশকার প্রমুখ।
এ সময় বক্তারা জানান, জৈষ্ঠ্য থেকে আশ্বিন পর্যন্ত ৫ মাস পর্যন্ত ইলিশ ধরার মৌসুম। এ সময় ৬৫ দিন নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ থাকলে উপক‚লীয় এলাকার ট্রলার মালিক ও জেলেরা ভীষণ ক্ষতির সম্মুখীন হবে এবং জেলেরা এ পেশা ছেড়ে দিতে বাধ্য হবে।


অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়া থেকে অপহৃত স্কুল ছাত্রী বনানী (১৬) অপহরণের ৩৮ দিন পর গত শনিবার দুপুরে ঢাকা দারুসসালাম এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় অপহরণকারী যুবক বেল্লাল (২৫) কে গ্রেফতার করে পুলিশ। উপজেলার বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের দিনমজুর জলধর মজুমদারের মেয়ে ও বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের ছাত্রী বনানী। অপহরণকারী বেল্লাল উপজেলার বেতমোর ইউনিয়নের ঘোপখালী গ্রামের মৃত: ইউসুফ হাওলাদারের ছেলে।
জানা যায়, গত ২০ মার্চ বুধবার বিকেলে উপজেলার রাজপাড়া গ্রামে বনানী তার মামার বাড়িতে যাবার পথে বেল্লাল কৌশলে বনানীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত ২০ এপ্রিল কিশোরীর পিতা জলধর মজুমদার বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি অপরহণ মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মো.বশির জানায়, শনিবার দুপুরে ঢাকা দারুস সালাম এলাকায় এক অভিযানে অপহৃত কিশোরী বনানীকে উদ্ধার ও অপহরণকারী বেল্লালকে গ্রেফতার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ