রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার ফার্মগেটের সম্রাট আবাসিক হোটেলে তেজগাঁও কলেজ ছাত্র আমিনুল ইসলাম সজলের রহস্যজনক মৃত্যুর বিচার বিভাগীর তদন্ত ও বিচারের দাবিতে ‘সজল হত্যার বিচার প্রার্থী আন্দোলন পরিষদের’ আয়োজেন মানববন্ধন কর্মসূচী পালিত হয়। গতকাল সকালে কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ গেটে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সজলের বন্ধু মহল অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সজল ও মরিয়মের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ সাবেক অধ্যক্ষ ছাদেক হোসেন ভুঁইয়া, সজলের পিতা মোশারফ হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহমেদ ভুঁইয়া, নাঙ্গলকোট পৌরসভা কাউন্সিলর এমরান হোসেন বাহার, নাঙ্গলকোট পৌর ছাত্রলীগ সভাপতি এস এম সোহাগ, হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়েদুল হক, বাজার ব্যবসায়ী মাঈন উদ্দিন মিন্টু, সজলের ভাই নেওয়াজ শরীফ, চাচা মোতালেব হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২ এপ্রিল সজল ও মরিয়মকে হত্যা করা হয়েছে। গত ২৬ দিনেও তারা কিভাবে হোটেলে গেল, কিভাবে মারা গেল আমরা জানতে পারিনি। সজলকে পরিকল্পিতভাবে হত্যা করে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে। তারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সজল হত্যার রহস্য উদঘাটনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সজল হত্যার বিচার প্রার্থী আন্দোলন পরিষদ, সজল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে আগামী সপ্তাহ ব্যাপী নাঙ্গলকোটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচী পালন এবং পরবর্তীতে ঢাকা প্রেসক্লাব সামনে মানববন্ধন সহ ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। উল্লেখ্য, গত ২এপ্রিল ঢাকার ফার্মগেটের সম্্রাট আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে নাঙ্গলকোটের হরিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র আমিনুল ইসলাম সজল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম চৌধুরীর লাশ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।