Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেসরকারি হজযাত্রী নিবন্ধন সম্পন্ন

১৩৩৬ অবশিষ্ট কোটা গাইড দেয়া হচ্ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

বেসরকারি হজযাত্রী ১ লাখ ১৫ হাজার ৪১০ নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। চলতি বছর ৫৯৯টি হজ এজেন্সী হজ কার্যক্রম পরিচালনা করছে। বেসরকারি কোটায় আরো ১ হাজার ৩৩৬ জন অবশিষ্ট রয়েছে। কোটা পূরণের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় উল্লেখিত অবশিষ্ট কোটা হজ এজেন্সীগুলোর মাঝে গাইড হিসেবে নিবন্ধনের জন্য বণ্টন করে দিবে। এতে গাইড ও মোনাজ্জেম হিসেবে নিবন্ধিত কোটা দাঁড়াবে ৪ হাজার ৫৯০ জনে। ধর্ম মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
সরকারি হজযাত্রী নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৪ জন। নিবন্ধনের জন্য অবশিষ্ট কোটা রয়েছে ৪১২ জন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সরকারি হজযাত্রী নিবন্ধনের সুযোগ রয়েছে। নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ