Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকের মামলায় বেড়া পৌর মেয়রসহ ৫ জন কারাগারে

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির ৩টি মামলায় পাবনা বেড়া পৌর মেয়র আলহাজ আব্দুল বাতেন সহ ৫ জনকে কারাগারে প্রেরণের আদেশ পাবনার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত।
আজ বুধবার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে অভিযুক্তরা জামিন প্রার্থনা করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আব্দুল কুদ্দুস তাদের জামিন না মঞ্জুর করে পাবনার বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেনসহ ৫জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অপর ৪জন হলেন-বেড়া পৌরসভার কাউন্সিলর ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, নার্গিস আক্তার ও হাটের ইজারাদার মাহবুব হোসেন বাবলু।
সরকার বা দুদক পক্ষে মামলা পরিচালনা করেন, পাবনা বিশেষ জজ আদালতের (দুদকের) পিপি অ্যাড. আব্দুর রহিম। আসামী পক্ষে ছিলেন, সাবেক পিপি অ্যাড. বেলায়েত আলী বিল্লু, অ্যাড. সনৎ কুমার, অ্যাড. আব্দুল আহাদ বাবু, অ্যাড. শহিদুল্লাহ হেলাল সহ ৮/১০ জন বিজ্ঞ আইনজীবী।
উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন পাবনা অফিসের উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে গত বছরের ৩১ আগস্ট বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ ১৫ জনের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, বেড়া সিএন্ডবি করমজা নতুন হাটের প্রায় ৭৮ লাখ টাকা সরকারী কোষাগারে জমা না দিয়ে অভিযুক্তরা দুর্নীতির আশ্রয় নিয়ে তা আত্মসাৎ করেছেন। মামলার তদন্ত শেষে গত ২৩ মার্চ পাবনা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত।
এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবী সাবেক পিপি অ্যাড. বেলায়েত আলী বিল্লু বলেন, করমজা নতুন হাট নিয়ে কিছু অনিয়ম হয়েছে, কিন্তু কোনো দুর্নীতি হয়নি। আমরা উচ্চ আদালতের আশ্রয় নেবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ