বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর দরিখরবোনা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। সকাল ৬টায় দিকে কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের বিপরিতে কদমতলা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
লাশটি পুলিশ উদ্দার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার সকাল ছয়টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে একটি মেইল ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি কাদিরগঞ্জ কদমতলা রেলক্রসিংয়ে পৌঁছালে অজ্ঞাত পরিচয় এক নারী ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
তবে লাশটির পরিচয় এখনো শনাক্ত করতে পারেননি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫৫ বছর বয়স হবে ওই নারীর। স্থানীয়দের অনেকে তাকে এই এলাকায় প্রায় দেখা যেত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।