বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী রেজাউল করিম লিটনের নির্বাচন কমিশন অনুমোদিত গাড়িটি চালকসহ ছিনতাই করেছে দুর্বৃত্তরা।বুধবার সকালে বিএনপি প্রার্থীর বাসার সামনে থেকে চালকসহ গাড়ী ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।এদিকে ভোট শুরুর পরই দক্ষিণ বাঞ্ছানগর কেন্দ্রে জালভোটের অভিযোগে ৮জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু অভিযোগ করে বলেন, মেয়র প্রার্থীর জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদিত নির্ধারিত মাইক্রোবাসটি বিএনপির মেয়র প্রার্থীর বাসার সামনে অবস্থান করছিল। এসময় দুর্বৃত্তরা চালকসহ মাইক্রোবাসটি ছিনতাই করে নিয়ে যায়।এদিকে বিএনপির প্রার্থী রেজাউল করিম লিটনের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রে জালভোট হচ্ছে। তার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।তিনি জানান, বিভিন্ন কেন্দ্রে যাতে যেতে না পারি সেজন্য প্রতিপক্ষ গ্রুপ নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত মাইক্রোবাসটি সকালে তার বাসার সামনে থেকে চালকসহ ছিনতাই করে নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।