বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদীর বাইতুল আমান জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা নাজমুল ইসলাম বলেছেন, মানুষ হত্যা করাতো দূরের কথা, বিনা কারণে একটি চড়–ই পাখি হত্যা করলেও দোযখের শাস্তি ভোগ করতে হবে। একটি বিড়ালকে না খাইয়ে মেরে এক মহিলাকে যদি দোযখের শাস্তি ভোগ করতে হয়, তবে বোমা মেরে মানুষ হত্যা করে বেহেস্তের আশা করা যায় কিভাবে।
সমাজে অরাজকতা সৃষ্টি করা, মানুষকে ভীতসন্ত্রস্ত করা এবং মানুষ হত্যা করা কঠিনভাবে হারাম। নবীজির (সা.) শিক্ষা হচ্ছে, সকল বিধর্মীদের সাথে যথাযথ সম্মানসহ সর্বোচ্চ মানবিক আচরণ করা। আর এটাই ইসলামের শিক্ষা। এক্ষেত্রে জেনেশুনে কোন মুসলমান বা কোন মুসলমান নামের সংগঠন শ্রীলংকার মত ভয়াবহ হত্যাকান্ড ঘটাতে পারে না। ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ঘৃণা সৃষ্টির জন্য ইসলামের স্থায়ী শত্রুরা যুগ যুগ ধরে অপচেষ্টা চালিয়ে আসছে। আজও সেই অপচেষ্টা থেমে নেই। সারা পৃথিবীতে ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। লাল পতাকাকে লাল পতাকা দিয়ে ঘায়েল করার সাম্যবাদী তত্তে¡র আদলে নিরীহ সাধারণ ঈমানদার মুসলমানদের বিরুদ্ধে নামধারী মুসলমানদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে লেলিয়ে দেয়া হচ্ছে। সারা পৃথিবীর মানুষ জানে কারা কোন শক্তির আশ্রয়ে সন্ত্রাসবাদের জন্ম দিয়ে মুসলমানদেরকে আক্রান্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি গতকাল শুক্রবার জুমার খুতবায় মুসলমান ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।