বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানবতার ধর্ম ইসলাম। এর সাথে উগ্রবাদের কোন সম্পর্ক নেই। ইসলাম কোন প্রকার উগ্রবাদকে সমর্থন করে না। গতকাল বারো আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রামের বিভিন্ন মসজিদে জুমার খুতবায় ইমাম ও খতিবগণ এমন অভিমত ব্যক্ত করেন। তারা পবিত্র কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। পরধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেয় ইসলাম।
ধর্মের নামে নিরাপরাধ কোন মানুষকে হত্যা জঘন্য অপরাধ উল্লেখ করে তারা বলেন, এ ধরনের অপকর্ম কোন মুসলমান সমর্থন দিতে পারে না। প্রকৃত মুসলমানরা কোন অন্যায় করতে পারে না। তারা বলেন, বিশ্বব্যাপী ইসলাম বিরোধী চক্রান্তের অংশ হিসাবে কোন কোন দেশে উগ্রবাদীদের সৃষ্টি করা হচ্ছে। এব্যাপারে মুসলমানদের সর্তক থাকতে হবে। আলেম-মাশায়েখ বা মাদরাসায় শিক্ষিতরা যে জঙ্গিবাদের সাথে জড়িত নয় তা এখন প্রমাণিত সত্য। এদেশের ধর্মপ্রাণ মানুষ প্রকৃত ইসলামের পক্ষে, তারা উগ্রবাদকে মনেপ্রাণে ঘৃণা করে। খতিবগণ উগ্রবাদ থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে প্রকৃত ইসলামি শিক্ষা দেওয়ারও তাগিদ দেন। তারা ইসলামের নামে গোষ্টি বিশেষের বাতিল ফেরকা প্রচারের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
সম্প্রতি শ্রীলঙ্কায় সিরিজ সন্ত্রাসী হামলায় ব্যাপক প্রাণহানীর প্রেক্ষিতে উগ্রবাদের বিরুদ্ধে বয়ান করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আহবানে সাড়া দিয়ে গতকাল প্রায় প্রতিটি মসজিদে জুমার খুতবায় এ বিষয়ে বক্তব্য রাখেন ইমাম ও খতিবগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।