Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে মাদরাসাছাত্রীকে উত্ত্যক্ত প্রতিবাদ করায় ৫ শিক্ষার্থী আহত

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

সিলেটের বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষা দিতে আসা এক ছাত্রীকে উত্যক্ত করছিল এক বখাটে। উত্যক্তের বিষটি মাদসারা ভাইস প্রিন্সিপালের কাছে অভিযোগ করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে ৫ পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে।
আহতরা হচ্ছেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্র ছাদিকুর রহমান হাসান, মো. হুসাইন আহমদ, কয়েছ আহমদ, খালেদ আহমদ ও কাউছার আহমদ। তাদেরকে উপজেলা কাদিপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিশ্বনাথ আলিয়া মাদরাসার আব্দুস সামাদ নামের এক পরীক্ষার্থী মেয়েটিকে কয়েক দিন ধরে উত্যক্ত করে আসছিল।
২৩ এপ্রিল বুধবার আব্দুস সামাদ ওই ছাত্রীকে উত্যক্ত ও তার মোবাইল নাম্বার দিতে চাপ সৃষ্টি করে। মেয়েটিকে না পেয়ে গত বুধবার দুপুরে উপরোক্ত ছাত্রদের মারপিট করে। এ ঘটনায় আহত পরীক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্বনাথ থানায় উত্যক্তকারি আব্দুস সামাদসহ কয়েক জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে সহকারি কমিশনার (ভুমি) ফাতেমাতুজ জুহরা বলেন, অভিযুক্তদের অঙ্গীকার নামা গ্রহণ করে পুলিশকে অবহিত করেছেন এবং অন্য কোন সুনিদিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থাগ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ