Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঈদের বিশেষ ধারাবাহিক মিয়ার বেটা

মারুফ সরকার : | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

সম্প্রতি পূবাইলে শূটিং শুরু হয়েছে ঈদের ৭ পর্বের বিশেষ নাটক ‘মিয়ার বেটা’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। নাটকে মিয়ার বেটা চরিত্রে রূপদান করেছেন জাহিদ হাসান। সম্ভ্রান্ত মিয়াবাড়ি’র একমাত্র বংশধর মিয়ার বেটা। ডাকনাম বাদল। তার কাজ হচ্ছে দুর্নীতিবাজ অন্যায়কারী ও প্রতারণাকারীকে উচিত শিক্ষা দেয়া। নাটকটিতে আরো অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, ফজলুর রহমান বাবু, সুদীপ দে, বড়দা মিঠু, জামিল ও এমলিাসহ আরো অনেকে। নাটকের গল্প সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, হাসি, মজা, উত্তেজনা ও বুদ্ধি মিশ্রিত উচিত শিক্ষার মধ্য দিয়ে গ্রামের বিভিন্ন বিচিত্র সামাজিক সমস্যা যেমন ইভ টিজিং, চুরি, ডাকাতিসহ অন্যান্যের সমাধান করে মিয়ার বেটা। তারই মাধ্যমে এক আদর্শ গ্রামীণ জীবনের প্রাণবন্ত রূপ ফুটে ওঠে ‘মিয়ার বেটা’তে। পরিচালক সোহেল রানা ইমন বলেন, নাটকের গল্পটি ভিন্নধর্মী ও চমকপ্রদ। তাই নির্মাণে আগ্রহী হয়েছি। ঈদে একটি স্যটেলাইট চ্যানেলে ধারাবাহিকটি প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ