Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

করণ জোহরের ফিল্ম দিয়ে অভিষেক হবে খুশি কাপুরের

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

শ্রীদেবীর মৃত্যুর বছরাধিক সময় পেরিয়ে যাবার পর তার ভক্তরা অনুভব করছে তার এক কন্যা জাহ্নবী কাপুর কিছুটা হলেও তার অভাব পূরণ করতে পেরেছেন। তার আরেক মেয়ে খুশি কাপুর যদি চলচ্চিত্রে পা রাখে তার স্মৃতি আর শূন্য জায়গার আরও কিছুটা পূরণ হবে। করণ জোহরের ‘ধাড়াক’ দিয়ে জাহ্নবীর বলিউডে অভিষেক হয়েছিল। গড়ের চেয়ে ভাল আয় করেছিল ফিল্মটি। তার চেয়ে বড় কথা জাহ্নবীকে বলিউডে আর দর্শকরা সাদরে গ্রহণ করেছে। স্বাভাবিকভাবে এরপরই সবার নজর ঘুরে যায় খুশির দিকে। তার চলচ্চিত্রে অভিষেক নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। ঠিক কখন খুশির বলিউডে অভিষেক হবে তা জানা না গেলেও জানা গেছে কার চলচ্চিত্র দিয়ে তার ফিল্মি যাত্রা শুরু হবে। বোনের মত করণের ফিল্ম দিয়েই তিনি তার ইনিংস শুরু করবেন। নেহা ধুপিয়ার ‘বিএফএফ’স উইথ ভোগ’ অনুষ্ঠানে খুশি জানিয়েছেন, করণ জোহরের ফিল্ম দিয়ে তার অভিষেক হবে। তিনি আরও জানান তার বাবা বনি কাপুর সিদ্ধান্ত নেবেন তার নায়ক হবেন কে। নায়ক বা নির্মাণ অনিশ্চিত হলেও নিশ্চিত হয়েছে যে খুশি অভিনয়ে আসছেন, এটাই বা ছোট কী?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ