Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামি মালেক ‘বন্ড ২৫’-এর ভিলেন

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

এজেন্ট ০০৭-এর ভূমিকায় ড্যানিয়েল ক্রেইগের পঞ্চম ও শেষ এবং ‘জেমস বন্ড’ সিরিজের ২৫তম পর্বটির সব কাজ এখন জামাইকা ঘিরে। ক্রেইগ, বন্ড চলচ্চিত্রের দুই প্রযোজক বারবারা ব্রকোলি এবং মাইকেল জি. উইলসন, এবং পরিচালক ক্যারি ফুকুনাগা গত বৃহস্পতিবার ক্যারিবীয় দ্বীপ জামাইকা থেকেই নতুন ফিল্মটির যাত্রা শুরু করলেন। এই দ্বীপে বসেই ইয়ান ফ্লেমিং বন্ডের সবগুলো উপন্যাস লিখেছিলেন আর ‘ড. নো’ এবং ‘লিভ অ্যান্ড লেট ডাই’-এর পটভূমিও এই দ্বীপ। এদিকে রামি মালেক ভিলেন হিসেবে ‘বন্ড ২৫’ ফিল্মের কাস্টে যোগ দিয়েছেন। স¤প্রতি অস্কার বিজয়ী অভিনেতাটি একটি ভিডিও বার্তায় বলেছেন, “বন্ডের জন্য ‘বন্ড ২৫’ খুব সহজ যাত্রা হবে না নিশ্চিত করছি”। নতুন ফিল্মটিতে বন্ড প্রথম দিকে অবকাশ যাপন করবে জামাইকায়। এই সময় তার সিআইএ’র বন্ধু ফিলিক্স লাইটার (জেফরি রাইট) তার কাছে সহায়তা চায়। তাদের মিশন এক অপহৃত বিজ্ঞানীকে উদ্ধার করা। জমাইকা ছাড়া ইতালি, নরওয়ে এবং লন্ডনে শুটিং হবে। আরও অভিনয় করবেন- লিয়া সেডু, বেন উইশ, রেফ ফাইন্জ এবং নেয়োমি হ্যারিস। ২০১৫তে মুক্তিপ্রাপ্ত সিরিজের সর্বশেষ ফিল্ম ‘স্পেক্টার’ বিশ্বব্যাপী ৮৮০ মিলিয়ন ডলার আয় করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ