Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংস্কার করেছে এলজিইডি

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

দৈনিক ইনকিলাবে গত ২৫ মার্চ ‘কোমলমতি শিক্ষার্থীদের চরম দুর্ভোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কুমিল্লার চৌদ্দগ্রামের কেছকিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ করেছে চৌদ্দগ্রামের এলজিইডি। গতকাল সরেজমিন পরিদর্শন করে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, কেছকিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দুই বছরের মাথায় মেঝে খসে পড়া, সিঁড়ি ভেঙে যাওয়া ও কোমলমতি শিক্ষার্থীদের ওঠার সিঁড়ি উপড়ে হওয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। গত ২৫ মার্চ সোমবার সংবাদ প্রকাশ হলে এলজিইডির উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়। এরপর এলজিইডি চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে বিদ্যালয়ের সংস্কার করা হয়।
এ বিষয়ে এলজিইডির চৌদ্দগ্রামের প্রকৌশলী সুমন তালুকদার জানান, সংবাদটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা স্কুলটি পরিদশন করে সংস্কারের ব্যবস্থা গ্রহন করি। এছাড়াও স্কুলটিতে যাতায়াতের জন্য দুইটি রাস্তার পাকাকরনের কাজ চলছে। আর মাটি দিয়ে মাঠ ভরাটের জন্যও অর্থ বরাদ্দ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ