রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুর ফুলবাড়িতে গত ১৮ই মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় অনুষ্ঠানের মধ্যদিয়ে নবনির্বাচিত পরিষদের দায়িত্বভার গ্রহণ।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি, ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন। অপরদিকে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামসুন্নাহার। পরে কুশল বিনিময়ের মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে নতুনদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী পরিষদকে ফুল দিয়ে বিদায় জানানোর মধ্যদিয়ে নতুন পরিষদ তাদেও দায়িত্ব বুঝে নেন। শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন এবং সাবেক পরিষদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
এ সময় জেলা পরিষদ সদস্য আলহাজ কামরুজ্জামান কামরু, সাতটি ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীগন, প্রিন্ট ও ইলেকট্রিক মিড়িয়ার সাংবাদিকগণ, আওয়ামীলীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।