পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি দলীয়ভাবে এখনো শপথ না নেয়ার সিদ্ধান্তেই রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের সিদ্ধান্ত হচ্ছে শপথ গ্রহণ করা। এই সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি শপথ গ্রহণ করে তাহলে সেটি সাংগঠনিক অপরাধ। এধরণের কাজ যারাই করবে তাদের বিরুদ্ধে দ্রæত শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত এমপি জাহিদুর রহমান শপথ গ্রহণ করার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপির সিদ্ধান্ত হচ্ছে শপথ গ্রহণ না করার। সুতরাং এখন প্রশ্নই উঠতে পারে না শপথ নেয়ার। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬ জন ধানের শীষ প্রতীক নিয়ে এবং গণফোরামের ২ জন সদস্য নির্বাচিত হয়। বিএনপির ৬ জনের মধ্যে অন্যরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশীদ, বগুড়া-৪ মোশাররফ হোসেন ও ব্রাক্ষণবাড়ীয়া-২ আসনে উকিল আবদুস সাত্তার। গণফোরামের দুইজন এমপি আগেই শপথ গ্রহণ করেছেন। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণের সময়সীমা শেষ হবে আগামী ৩০ এপ্রিল। নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। এজন্য সংসদে যোগ না দেয়ারও সিদ্ধান্ত নেয় দলটি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তবে গতকাল বিএনপির প্রথম এমপি হিসেবে একাদশ জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।