Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোটি টাকা লুট চার প্রতারক গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৮ এএম

ই-কমার্স ও ডিরেক্ট মার্কেটিংয়ের নামে লাইসেন্সবিহীন মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে কোটি টাকা হতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। গত মঙ্গলবার ক্ষতিগ্রস্থদের একজন পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ মামলার ভিত্তিতে ডিবির অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম পল্লবীর একটি বাসায় অভিযান চালিয়ে চার প্রতারককে গ্রেফতার করে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি মাসুদুর রহমান। গ্রেফতাররা হলেন- সাইফুল ইসলাম ওরফে সোহেল (৩৭), মো. মশিউর রহমান খান (৪৩), বিশ্বজিৎ গুহ (৩৬) ও মো. এমদাদুল হক মিলন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি গাড়ি, একটি প্রজেক্টর, বেশ কিছু পণ্য ও এমএলএম ব্যবসা সংশ্লিষ্ট কাগজপত্র উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ