Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আমতলী উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ স্থগিত

আমতলী উপজেলা (বরগুনা) সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকানের শপথ গ্রহণ অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুগ্ম জেলা দায়রা জজ ও নির্বাচন ট্রাইবুন্যাল। গতকাল বুধবার ট্রাইবুন্যাল বিকাল ৫টায় শপথ অনুষ্ঠানে স্থগিতাদেশ দেন অতিরিক্ত দায়রা জজ এইএম ইসমাল হোসেন। মামলায় অভিযোগ করেন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বি প্রার্থী সামছুদ্দিন আহমেদ ছজু।

মামলার বিবরণে জানা যায়, চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান পটুয়াখালী নিউ টাউন রুপালী ব্যাংক থেকে ২৭,৩৩,০০০ টাকা ঋণ খেলাপী হিসেবে তালিকাভুক্ত। নির্বাচনের সময় মনোনয়ন পত্রে দেয়া হলফনামায় তিনি ঋণ খেলাপী বিষয়টি গোপন রেখেছেন। আদালতের বিচারক ২৫ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনারের দপ্তরে শপথে স্থগিতাদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ