পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
গ্রাহকদের ব্যাংক-কার্ডের নিরাপত্তায় বিশ্ব স্বীকৃত ‘প্লাস্টিক কার্ড ইন্ডাস্ট্রিজ ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড’ (পিসিআই ডিএসএস) ভার্শন ৩.১ সনদ অর্জন করেছে সিটি ব্যাংক। ব্যাংক-কার্ডের নিরাপত্তা ঝুঁকি দূরীকরণে বিশ্ব স্বীকৃত এ সনদ প্রদান করে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান কন্ট্রোলকেস (ঈড়হঃৎড়ষঈধংব)।
‘পিসিআই ডিএসএস’ ব্যাংক-কার্ড ব্যবহারে জালিয়াতি রোধ এবং এই ব্যবসায়ের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে সবচেয়ে আধুনিক ও শীর্ষতম গোবাল স্ট্যান্ডার্ড। এই সনদ অর্জনের মাধ্যমে সিটি ব্যাংকের গ্রাহকদের কার্ডের তথ্যের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি প্রতিফলিত হলো।
সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের হাতে সনদ তুলে দেন কন্ট্রোলকেসের সিওও সুরেশ দাদলানি। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার কাজি আজিজুর রহমান ও সিনারগন ইন্টেলিসিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মারুফ আলমসহ অন্য সিনিয়র কর্মকর্তারা। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।