Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানের আগেই ইবাদত বন্দেগির পরিবেশ সৃষ্টি করতে হবে

মাওলানা মুজিবুর রহমান হামিদী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, রহমত বরকত নাজাত শান্তি ও কল্যাণের পয়গাম নিয়ে মাহে রমজান মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে। রমজানের আগেই ইবাদত-বন্দেগির পরিবেশ সৃষ্টি করা সরকারের দায়িত্ব। মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য কমানো, যানজট নিরসন, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধের কার্যকর ব্যবস্থা নিতে হবে। অশ্লীলতা এবং বেপর্দা ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধ করতে হবে।
গতকাল মঙ্গলবার লালবাগ কিল্লার মোড় খেলাফত মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর মাহে রমজানের কর্মসূচি বাস্তবায়নে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে জনজীবন চরম দুর্বিষহ করে তোলা হয়। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রমজানকে সামনে রেখে এক দিকে ইবাদত-বন্দেগি করে অপর দিকে জিনিসপত্রের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা আদায় করে। এমন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, মূল্যবৃদ্ধি, খাদ্যে ভেজাল বন্ধ করতে হবে। মাহে রমজানের সম্মানে সব ধরনের গর্হিত কাজ বন্ধ করতে হবে। রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ