Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম প্রান্তিকে হুয়াওয়ের রাজস্ব বেড়েছে ৩৯ শতাংশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

 বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রথম প্রান্তিকে রাজস্ব বেড়েছে ৩৯ শতাংশ। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি আয় করেছে ২ হাজার ৬৮১ কোটি মার্কিন ডলার। সম্প্রতি প্রকাশিত এক আর্থিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। বিশ্বের বৃহৎ টেলিকম পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির নিট প্রান্তিক মুনাফা বেড়েছে ৮ শতাংশ। যা গতবছরের একই প্রান্তিকের থেকে বেশি। স্মার্টফোন নির্মাণে শীর্ষে থাকা এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নানা প্রচারণার পরও প্রতিষ্ঠানটির ফাইভজি টেলিকম যন্ত্রাংশ সরবরাহ চুক্তির সংখ্যা বেড়েছে। মার্চের শেষে ফাইভজি প্রযুক্তির জন্য বেশ কয়েকটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে ৪০টি বাণিজ্য চুক্তি হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় ফাইভজি সমর্থিত ৭০ হাজার বেজ স্টেশন সরবরাহ করা হয়েছে। প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা বলছেন, মে মাসের মধ্যে এ সংখ্যা এক লাখে পৌঁছবে। প্রথম প্রান্তিকে হুয়াওয়ে ৫ কোটি ৯০ লাখ স্মার্টফোন বাজারে ছাড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ