রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সোমবার রাতে ভৈরব শহরের সেন্টাল হাসপাতালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ময়লার ভাগারে পরে থাকা একটি কার্টনে নবজাতকের লাশ দেখতে পেয়ে এক পথচারী পুলিশকে খবর দেয়। পরে ভৈরব থানা পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, জন্মের পরপরই কেউ ছেলে নবজাতকটিকে কার্টনবন্দি করে ময়লার ভাগাড়ের ফেলে রেখে যায়। এর আগেও বিভিন্ন হাসপাতালের সামনে এমন জঘন্যতম ঘটনা ঘটেছে। নবজাতক লাশ দেখে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে ছেলে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ আজ মঙ্গলবার কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।