রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠি সদর উপজেলায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা এ কাজ শুরু করেন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ জানান, ২০০৪ সালের পহেলা জানুয়ারি বা তার আগে যারা জন্মগ্রহন করেছে, এসব নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এদের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও ভোটার যারা মারা গেছেন, তাদের তথ্য সংগ্রহ করে তালিকা থেকে বাদ দেওয়া হবে। ভোটার তালিকা হালনাগাদের প্রথম ধাপে সদর উপজেলায় ৭৪জন তথ্য সংগ্রহকারী ও ১৫ জন সুপার ভাইজার এ কার্যক্রমে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।