Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে পুকুরে যেতে বাধা ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি প্রভাবশালী মহলের চাপে,নিজপুকুরে মাছ চাষ করে সেই মাছ ধরতে পারছেনা। উপরোন্ত পুকুরটি বেদখল করার অপচেষ্ঠা করছেন ওই প্রভাবশালী মহলটি। প্রভাবশালী মহলের হাত থেকে নিজের ছেড়ে দেয়া মাছ ও পুকুর রক্ষা করতে কর্তা ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও কোন বিচার না পেয়ে, এখন উর্দ্ধতন মহলের সুদৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাছ চাষি আব্দুল সফুর ও তার পরিবারের সদস্যরা। গত সোমবার দুপুর সাড়ে ১২টায় ভুক্তভোগী মাছ চাষি উপজেলার বেতদিঘী ইউনিয়নের দক্ষিন রঘুনাথপুর গ্রামের মৃত দুদুতুল্যা মন্ডলের ছেলে আব্দুল সফুর ও মৃত আব্দুল গফুরের ছেলে আজগর আলী মাহাবুর রহমান ও জিয়াউর রহমান ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।

এই বিষযে সাইফুল ইসলাম ও ইলিয়াস আলীর সাথে যোগাযোগ করলে, তাহারা বলেন আমরা সরকারের পক্ষে পুকুরটি দখল নেয়ার চেষ্টা করছি। সরকার কি সেই দায়িত্ব আপনাদেরকে দিয়েছে, এই প্রশ্ন করা হলে, তারা বলেন আমরা সচেতন নাগরীক হিসেবে নিজ দায়িত্বে সরকারের পক্ষে কাজ করছি। তবে আইন অনুযায়ী সাইফুল ইসলাম ও ইলিয়াস আলীর দাবী অযৌক্তিক বলে উল্লেখ করেছেন, কয়েকজন আইনজীবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ