Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে হাতকড়াসহ আসামি ছিনতাই

সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ১০

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

টঙ্গী পশ্চিম থানা এলাকায় রোববার বিকেলে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার করার পর হাতকড়াসহ ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ছিনিয়ে নেয়া আসামিকে এখনও উদ্ধার করতে পারেনি।
গ্রেফতারকৃতরা হলো- ৫৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন (৫০), জোসনা (৩৮), জাহিদুল ইসলাম মিথুন (২৫), মুন্নি বেগম (৩৫), রাজু (২০), রেখা বেগম (৩০), কামরুল হাসান মুন্না (২০), হাফিবুর রহমান ওরফে আকাশ (১৮), রুহুল আমিন (৪০) এবং সানোয়ার হোসেন (৩২)।
টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, এসআই মো. সহিদুর রহমানের নেতৃত্বে শনিবার রাত পৌনে ১০টার দিকে কয়েকজন পুলিশ স্থানীয় জিন্নাত মহল্লা বস্তিতে অভিযান চালায়। পরে পুলিশ ওই এলাকা থেকে ওয়ারেন্টভ‚ক্ত আসামি টিপুকে গ্রেফতার করে। পুলিশ তাকে নিয়ে থানায় ফেরার পথে স্থানীয় জিন্নাত মহল্লাবাসী বাইতুল আলিম জামে মসজিদের সামনে পৌঁছালে টিপু চিৎকার শুরু করে। টিপুর চিৎকার শুনে তার সহযোগিরা গিয়ে পুলিশকে ঘেরাও করে এবং টিপুকে কেন গ্রেফতার করা হয়েছে তার কারণ জানতে চায়। টিপুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে জানিয়ে কপি দেখানোর সময় তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে টিপুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। তাদের হামলায় এসআই সহিদুর, এসআই রকিবুল হাসান, পিএসআই সাখাওয়াত, এএসআই শহিদুল ইসলাম খান, কনস্টেবল মো. শামিম আহত হন।
এ সময় তারা পুলিশের একটি মোটর সাইকেলের ক্ষতিসাধন এবং শহিদুল ইসলামের ৩৫০০ টাকাসহ মানিব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে থানা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। টিপুর বিরুদ্ধে ৩টি রাজনীতিক, ২টি মাদকের ও ১টি খুনের মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
টঙ্গী থানার এসআই মোহাম্মদ সহিদুর রহমান জানান, টঙ্গী পশ্চিম থানার এসআই মোহাম্মদ বিল্লাল হোসেন রাতে ১৭ জনের নামে এবং ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। টঙ্গী থানার ওসি এমদাদুল হক জানান, রোববার সকালে বস্তি এলাকা থেকে হাতকড়াটি উদ্ধার করা হলেও ছিনিয়ে নেয়া আসামিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ