Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মীয় শিক্ষা ছাড়া সামাজিক অবক্ষয় রোধ সম্ভব নয়

আল্লামা জুনায়েদ বাবুনগরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, যৌন নিপীড়নসহ সকল প্রকার সামাজিক অনাচার ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই।
ধর্মীয় শিক্ষা ছাড়া মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ববোধ জাগ্রত হয় না উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক স¤প্রীতি, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সহঅবস্থানের জন্য ইসলামের আদর্শই বিশ্বা শান্তির রোলমডেল। ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোন মত ও পথে মানবতার মুক্তি নেই। গতকাল শবেবরাতের সন্ধ্যায় রাজধানীর জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদরাসার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস মাস্টার্স সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও বুখারী শরীফের খতম উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামেয়ার মুহতামিম মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত মহফিলে আরো বক্তব্য রাখেন, শায়খুল হাদীস মুফতি শেখ মুজিবুর রহমান, মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, মুফতি নজরুল ইসলাম, মুফতি জাকির হোসাইন খান, মাওলানা নাসির উদ্দীন ও মুফতি মাহবুবুল আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ